হরতাল-অবরোধকালে পেট্রলবোমায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন অগণন মানুষ। পেট্রলবোমার চেয়েও ভয়ঙ্কর প্রাণের ‘মশলাবোমা’য় উচ্চমাত্রায় উদ্বিগ্ন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ও দেশের পুষ্টিবিজ্ঞানীরা। প্রাণের বিরুদ্ধে মামলা দায়েরসহ আন্দোলন গড়ে তোলার কথা ভাবছে একাধিক সামাজিক সংগঠন। প্রাণ-এর এ বোমা খালি চোখে দেখা যায় না। এর জীবনবিধ্বংসী কার্যক্রম নীরবে চলতে থাকে মানবদেহে, একে-একে গিলে খায় অস্থি-মজ্জা। এদিকে ক্ষতিকর এসব খাদ্যপণ্য বর্জনে জনসচেতনতা সৃষ্টির জন্য কয়েকটি বেসরকারি সংস্থা আগামী...

